সময়-সময়, টাকা-টাকা এই দুটির থেকে মূল্যবান কিছু হয়তো দুনিয়াতে আর কিছু নেই।আর সবথেকে কঠিন কাজ হল এই দুটিকে একসাথে নিয়ন্ত্রণ করা। আর আমদের দেশের একটি সহজ ট্রেন্ড হলো শিক্ষিত বেকার। যোগ্যতা থাকার পরও আমাদের কোন একটি কারনে চাকরি ছাড়া বেকার থাকতেই হচ্ছে। বংলাদেশে শিক্ষিত বেকারত্বের হার ১০ দশমিক ৭ শতাংশ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, এভাবে চলতে থাকলে হয়তো খুব শীগ্রই প্রথম স্থান দখল করে ফেলবে।
এই বেকারত্ব নির্মুলের একমাত্র উপায় হলো নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা। আর এর মধ্যে উত্তম নির্বাচন হলো ফ্রিল্যান্সার হওয়া। ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। যার মাধ্যমে নিজে সাবলম্বি হবার পাশাপাশি ধরা যাচ্ছে পরিবারের হাল। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন চাকরি নয় ফ্রিলান্সার হও এবং সরকার থেকে সকল ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেওয়ার ঘোষনা দিয়েছে বাংলাদেশ সরকার।
যদি আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার দাড় করাতে চান তাহলে আজ নিকটতম আইটি প্রতিষ্ঠানের সাথে যোগযোগ করে শুরু করে দিন, সফল ফ্রীল্যান্সার হবেন ইনশাআল্লাহ

Dhurubo Ranjan Roy
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?