:: এটি একটি হেল্প পোস্ট :::
🙏🙏দয়া করে ব্যবসায়িক দৃষ্টিতে দেখবেন না ....
আপনার কম্পিউটার প্রশিক্ষণ আছে কিংবা মোটামুটি কম্পিউটার সম্পর্কে ধারনা আছে কিন্তু কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত আপনার (সরকারি) সার্টিফিকেট নেই যার ফলে চাকরির অনেক পরীক্ষায় অংশগ্রহণ/আবেদন করতে পারেননা তথা পারছেন না।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফেকেট পাওয়ার জন্য একদিনের (শুক্রবার) পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। জুন মাসের পরীক্ষার জন্য বর্তমানে রেজিষ্ট্রেশন চলছে। তবে *** আসন সংখ্যা নির্ধারিত।
কি করতে হবে?
প্রথমে আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে রেজিষ্ট্রেশন করতে হবে, আর এই রেজিষ্ট্রেশন করাতে পারে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান তবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের আসন নির্ধারিত থাকে। 👇👇রেজিষ্ট্রেশন ফর্ম https://forms.gle/KDRp83zVrksVfKTF8 রেজিষ্ট্রেশন এর জন্য কি কি লাগবে?
• SSC/JSC-এর সার্টিফিকেট/নম্বরপত্রের এর ফটোকপি
• এক কপি ছবি
• রেজিষ্ট্রেশন ফি।
পরীক্ষা কোথায় হবে?
দিনাজপুর/ঠাকুরগাঁও (যেখানে আপনার সুবিধা)
পরীক্ষা পদ্ধতি?
লিখিত+ব্যবহারিক+মৌখিক
বই পুস্তক কোথায় পাবো?
আমাদের নিজস্ব প্রকাশিত বই ও ব্যবহারিক হ্যান্ড নোট আছে।
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এক/দেড় মাস পর সাধারণত রেজিষ্ট্রেশন কার্ড পাওয়া যায় এবং মাস খানেকের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- যারা ফুল কোর্সে ভর্তি হবেন তাদের ক্লাশ (অনলাইন/সরাসরি) করার ব্যবস্থা আছে।
- যারা শুধুমাত্র রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন তাদের পরীক্ষার পূর্বে কয়েকটি বিশেষ ক্লাশ (অনলাইন/সরাসরি) করানো হবে পরীক্ষার প্রস্তুতির জন্য।
*** আমাদের পাশের হার ৯৮%+
বিস্তারিত জানতে সরাসরি কল করুন-
01403502221,01516778064
রেজিষ্ট্রেশনের জন্য আমাদের সাথে যোগাযোগের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর/২০২১খ্রি:
///ঘরে থাকুন…নিরাপদে থাকুন///স্বাস্থ্যবিধি মেনে চলুন///
ধন্যবাদ
Dhurubo Ranjan Roy
Delete Comment
Are you sure that you want to delete this comment ?