আঁধারে আলো - প্রথম পর্ব
সে অনেকদিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে বি. এ. পাশ করিয়া বাড়ি গিয়াছিল, তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষী বাবা, কথা শোন, একবার দেখে আয়।
সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনমতেই পারব না। তা হলে পাশ হতে পারব না।
কেন পারবি নে? বৌমা থাকবে আমার কাছে, আর তুই লেখাপড়া করবি কলকাতায়, পাশ হতে তোর কি বাধা আমি তো ভেবে পাইনে সতু!
সম্পূর্ন গল্পটি পড়তে এখানে ক্লিক করুন: https://banglagolpobag.blogspo....t.com/2021/10/blog-p
#আঁধারে_আলো #আঁধারে_আলো_প্রথম_পর্ব #শরৎচন্দ্র_চট্রোপাধ্যায়
お気に入り
コメント
シェア