২. আল্লাহর তাজীম
একজন স্রষ্টা আছেন, এটা প্রতিটি বান্দার বোধের গভীরে রোপণ করা থাকে। সৃষ্টিকর্তার প্রতি সম্মান-সমীহবোধও প্রতিটি বান্দার কলবে জন্মাবধি চারিয়ে দেয়া থাকে। সৃষ্টিকর্তার প্রতি তাজীম মানুষের জন্মগত সহজাত প্রবণতা। আল্লাহর প্রতি কলবের ঝোঁক আর আনতি মানুষের প্রধানতম ও মৌলিক অভ্যেস। পরিবেশ পরিস্থিতির প্রভাবে, আল্লাহর সঠিক পরিচয় জানা থাকে না। বান্দার প্রধানতম কর্তব্য ‘আল্লাহর মারেফাত’ হাসিল করা। আল্লাহকে চেনা ও জানা। আল্লাহর মারেফাত অর্জন হলে, নাফস-প্রবৃত্তি শয়তানের ধোঁকা থেকে বাঁচা সহজ হবে। ধ্বংস-বিচ্যুতি-গোমরাহির পথ থেসে দূরে সরে থাকা সহজ হবে। আল্লাহর ডাকে সাড়া দেয়া সহজ হবে। আল্লাহর আনুগত্য ও তাকওয়া অর্জন সহজ হয়ে যাবে। তাহলে,
ক. প্রথমে আল্লাহর মারেফাত।
খ. তারপর আল্লাহর তাজীম।
গ. তারপর আল্লাহর আনুগত্য ও ইবাদত।
ঘ. তারপর গুনাহ থেকে বেঁচে থাকা।
৩. আল্লাহর তাজীম
বান্দার কলবে কখন আল্লাহর তাজীম-তাওকীর (تعظيم وتوقير) আসবে? আল্লাহর মারেফাত হাসিল হলে। যতবেশি আল্লাহর মারেফাত হাসিল হবে, ততবেশি আল্লাহর