৩. আস্তাগফিরুল্লাহ (أَستغفرُ الله)
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
প্রথমত আমি ‘আস্তাগফিরুল্লাহ’ বলতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। আল্লাহর বিশেষ করুণা ছাড়া, আস্তাগফিরুল্লাহ বলা আমার পক্ষে সম্ভব ছিল না। আস্তাগফিরুল্লাহ বললেই আামি ক্ষমা পেয়ে যাবো? আমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে? আমি ক্ষমা পেতে হলে, আল্লাহর সায়, সম্মতি আর সন্তুষ্টি থাকতে হবে। তিনি মান্নান (المنَّان)। মহা অনুগ্রহকারী। তিনিই বান্দার সামনে মুক্তি ও ক্ষমার দরজা খুলে দেন। তিনিই বান্দাকে সামনে বাড়ার উপায় সৃষ্টি করে দেন। তিনিই দয়া করে বান্দার কলবে ‘আস্তাগফিরুল্লাহ’ সৃষ্টি করে দেন। তিনি যাকে ভালোবাসেন, তার কলবে সার্বক্ষণিকভাবে ‘আস্তাগফিরুল্লাহ’ জারি করে দেন। তিনি যে বান্দাকে পছন্দ করেন, তার জান ও জবানে আস্তাগফিরুল্লাহ চালু করে দেন।

This page has been loaded 83255 times.