এই শহরের মানুষগুলো ভীষণ রকম ব্যস্ত।
সকাল থেকে মাঝরাত অব্ধি ছুটতে অভ্যস্ত।
কারো দিকে কেউ ফিরেও চায়না।
চেনা মানুষও যেন অচেনা।
পাশাপাশি থেকেও তারা হয়না প্রতিবেশী।
দেখাদেখি হলেও কথা হয়না বেশী।
অতিথি দেখলে মুখে ভদ্রতার হাসি।
খেয়েদেয়ে চলে গেলে হাঁফছেড়ে বাঁচি।
https://www.lovestory-bd.com/3479/
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Saiful Islam
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?