সুখের তেষ্টায় দুঃখ পান করে,
আমার অসুখ হয়েছে
আমি সে অসুখ হতে মুক্তি চাই।
আমি একটু চিৎকার করে কাঁদতে চাই,
চাপা কান্নায় দম বন্ধ হয়ে আসে
আমি এ চাপা কান্না হতে রেহাই চাই ।
বহুদিন আয়নায় আমি আমার হাসি মুখ দেখি না
এই বিষন্নতা আর ভালো লাগে না,
আমি মন থেকে একটু হাসতে চাই
আমি আমার আগের আমিটাকে ফিরে পেতে চাই।
https://www.lovestory-bd.com/3453/
पसंद करना
टिप्पणी
शेयर करना
Md Sujan Reja
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?