বড়ই সৌভাগ্যের ব্যাপার যে,,
লালমনিহাট এর নিদাড়িয়া মসজিদে রমজানের এক শুক্রবার জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করেছিলেন আল্লাহ তায়ালা। ছবিগুলো আমার নিজের ক্যামেরাই তোলা।
সংক্ষিপ্ত ইতিহাস
মোগল সুবেদার মনছুর খাঁ ১১৭৬ হিজরীতে মসজিদটির জন্য ১০.৫৬ একর জমি দান করেন এবং মসজিদটি নির্মান করেন। ঐ সময়ের মোতয়াল্লি ছিলেন ইজার মাহমুদ শেখ , বিজার মাহমুদ শেখ, খান মাহমুদ শেখ প্রমূখ। সুবেদার মনছুর খাঁর দাড়ী না থাকায় তার নির্মিত্ত মসজিদটি নিদাড়ীয়া মসজিদ হিসেবে জনগন অবহিত করে আসছে মর্মে জনশ্রূতি রয়েছ। বর্তমানে লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে অবস্থিত মসজিদটিতে স্থানীয় জনগন নামাজ আদায় করেন।👉


پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Salim Khan
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟