বাংলাদেশে সবচেয়ে দামি বেতনের চাকরি কোনটি জানেন?
- তা হলোঃ
প্রধানমন্ত্রীর ছেলের চাকরি। আপনি যদি প্রধানমন্ত্রীর ছেলে হন, তাহলে যেকোনো ভুগি চুগি একটা পজিশন দিয়ে দেওয়া হবে এবং বিনিময়ে আপনি পাবেন কোটি কোটি টাকা, লিগ্যালি। দেশেও থাকা লাগবেনা। কাজও করা লাগবেনা।
ছবির ভদ্রলোকটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাতি। জয় ভাইয়া মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন। মাঝে মাঝে দেশে এসে ঘুরে যান। তবে ওনার একটি গুরুত্বপূর্ণ চাকরি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার উনি। মাসিক ২ লক্ষ মার্কিন ডলার বেতন তার। ১ কোটি ৬০ লক্ষ টাকার কিছু বেশী হয় আরকি তাতে। এটা তার মাসিক লিগ্যাল বেতন এই ধনী দেশের প্রধানমন্ত্রীর ছেলে হবার সুবাদে।

-Collected

image