সম্পর্কের শুরুতে দু'জনের চাওয়া গুলো একই রকম থাকে। শুরুর দিকে দু'জনের প্রতি দু'জনের তীব্র আকর্ষন কাজ করে। তারপর সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে একজনের আকর্ষন কমতে শুরু করে একদম শূন্যের কোঠায় নেমে আসে। এরপর একজন মাঝ পথে থেমে যায় আর আরেকজন দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে যায়।
অধিকাংশ সম্পর্কের শেষ পরিনতি এমনই হয়!