দক্ষিণ বগুড়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 
”দৈনিক সবুজ বাংলা” পত্রিকায় প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি 
”সত্যের সন্ধানে প্রতিদিন” এই স্লোগানকে বুকে ধারণ করে 
”দৈনিক সবুজ বাংলা” অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন করার আহবান করা হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন করার আহবান করছি। 
”দৈনিক সবুজ বাংলা” পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। ”দৈনিক সবুজ বাংলা” পত্রিকায় নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে " ”দৈনিক সবুজ বাংলা” এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবেন কি না তা নিশ্চিত করা হবে। 
যোগ্যতাসমূহ : 
১. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে 
২ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে 
৩. মিশুক মনের অধিকারী হতে হবে 
৪. চালাক ও সাহসী হতে হবে 
৫. নেশা ও মাদক মুক্ত হতে হবে 
শর্তসমূহ : 
১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে 
২. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে 
৩. কপি নিউজ করা যাবে না 
৪. পুরাতন নিউজ করা যাবে না 
৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে 
৬. মাসে অন্তত তিনটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে 
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে 
৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে 
৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না। 
১০. প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে। 
এই সকল নিয়ম মেনে যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। 
নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে 
নিচের ফরম টি পুরণ করুন । 
https://forms.gle/T2HMHxZZ4C4r4N5v7 
ভিজিট করুন : https://dailysobujbanglabd.com/ 
যোগাযোগ: +880 1581-184827
 
									 
													 
			 
			 
			 
			 
			