১১ বছর আগে আমি ওরে কুড়ায়া পাই 
 
আমারে সবাই ডাকে রাজ্জাক ড্রাইভার, আর ওর নাম রনি৷ তহন ময়লার ট্রাকের ড্রাইভার ছিলাম৷ ঝামেলার কারণে রাইতে ট্রিপ নিয়া যাইতেছিলাম৷ রাস্তার পাশে ময়লা নেওয়ার সময় বাচ্চার কান্নাকাটির শব্দ শুনি। দেহি যে একটা বাচ্চা ময়লার মধ্যে কোনায় পইড়া আছে।  
 
আমার লগে যারা ছিল তারা কেউ নিতে চায় নাই। আমি ওরে বাড়িতে লইয়া গেলাম৷ সারারাত ভাবলাম কি করুম৷ আমার বউ তার পাঁচ মাস আগেই আমার ছাইড়া চইলা গেছে৷ কারণ ডক্টর কইসে আমার শরীলে সমস্যা আছে৷ আমার আর বিয়া করার স্বাদ ছিল না । রাইতে ভাইবা পর দিন সিদ্ধান্ত নিলাম আমি ওরে পাইলা বড় করুম। সেদিন থেইকা আমার সুখ দুঃখ সব ওর লগেই। বিড়ি খাইতাম হেইডাও ওর কথা ভাইবা  ছাইরা দিছি। এহন আমি এই লেগুনা চালাই আর ওই হেইডার হেলপার। সারাদিন কাম কইরা রাইতে বারিত গিয়া সিনেমা দেহি। আমরা দুইজন এক লগে টাকা জমাইতাসি একটা বাস কিনমু ।  
 
যার লগে দেহা হওয়ার কথাই ছিল না হেই এহন আমার সব। ❤ 
 
by wasif kabir
		
 
						 
											 
			 
			 
			 
			 
			 
			
Md Yousuf Ali
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?