জামদানী শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পরা হয় খুব জোর দু'চারটে অনুষ্ঠানে, সবসময় না। সবসময় পরার জন্য মানুষ দিনশেষে কোন সাত শো টাকার সুতির শাড়ীকেই বেছে নেয়। 
 
লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ হাজার টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে। 
 
ব্যাপারটা আসলে 'দামী জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে হয়ে যাবে' এরকম কিছু না। ব্যাপার টা কমফোর্টেবল এর। 
 
লাইফে সুখী হতে চাইলে গ্লামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিল টাই বেশি প্রয়োজন। 
 
গ্লামার আর সৌন্দর্য কিছু মুহুর্তের সুখ এনে দিতে পারে, সারাজীবনের না। সারাজীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার  কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়। 
 
এমন একজন মানুষ, যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়- আমি ভালো নেই৷ তুমি আমার মন ভালো করে দাও ❤ 
 
লেখা: সংগৃহীত 
ছবি: চিত্রগল্প
		
 
						 
											 
			 
			 
			 
			 
			