তুমি আমায় ছেড়ে চলে যাওয়ার পর প্রতিটা দিন আমি মৃত্যু চাইতাম। কিন্তু বিশ্বাস করো, আজকাল আমি বাঁচতে চাই। প্রান ভরে বাঁচতে চাই।
তুমি আমায় ছেড়ে চলে যাওয়ার পর কাঁদতে কাঁদতে আমার চোখের নিচে কালি পরে গিয়েছিলো। কিন্তু বিশ্বাস করো, আজকাল সেই চোখ দুটোকেই আমি কাজল দিয়ে সাজাই।
তুমি আমায় ছেড়ে চলে যাওয়ার পর আমি ঠিকমত খেতে পারতাম না। সমস্ত আবেগেরা আমার গলায় দলা পাকিয়ে থাকতো। আমার গলা দিয়ে খাবার নামতো না। কিন্তু বিশ্বাস করো, আজকাল আমি খুব সহজেই খাবার খেয়ে নিই৷ আমার একটুও কষ্ট হয় না।
সেই সব দিনগুলো এখনের মতো এতো সহজ ছিলো না। অনেক কাঠখড় পুড়িয়ে আমি নিজেকে ভেঙ্গে আবার গড়েছি। জানো তো, এখন আর আমি তোমাকে ভালোবাসি না। আজকাল নিজেকেই বড্ড বেশি ভালোবাসি৷ কারন আমি একটা বাঁচতে শিখে গেছি প্রিয়।
~Zannatul Eva

お気に入り
コメント
シェア