আমি কখনোই বিয়ের আগে শারীরিক সম্পর্কে বিশ্বাসী না।
আপনার কাছে যেটা প্রিয়তমার ভালোবাসা, আমার কাছে সেটা আমার সম্মান।
যেসব পুরুষ মানুষ বিয়ের আগে তার প্রেমিকার কো*মড়,পে-ট,বুকের অ-গ্রভাগ ছুঁয়ে দেখতে চায়,সে কখনোই আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়েনি,বরং তার কাছে আপনার শরীর প্রথম আকর্ষণ।

এসব মানুষ আপনাকে নিরদ্বির্ধায় বলে দিবে,আমি তোমার মনকে ভালোবাসি,তোমার শরীরকে নয়।
কিন্তু এরাই দিনশেষে আপনার শরীর ছুঁয়ে ভালোবাসা মেটাতে চায়।

আপনাকে যে সত্যিকারের ভালোবাসে তার কথায় কখনোই আপনার অস্বস্তি বোধ হবে না।

যে প্রেমিকের ভালোবাসা পেতে, তার মন রক্ষার্থে আপনাকে আপনার গোপনীয়তা হস্ত* ক্ষেপ করতে হয়,
সে কখনোই আপনার জন্য কল্যাণকর নয়।
এসব মানুষই খুব সহজে আপনাকে ছেড়ে চলে যাবে।

সম্পর্কে সম্মান আর ভালোবাসা থাকাটা অবশ্যই জরুরি,
কিন্তু সেই ভালোবাসার অজুহাত দেখিয়ে প্রেমিকাকে ভোগ করার নাম নিঃস্বার্থ ভালোবাসা না।

প্রেমিকার ন- গ্ন দেহ কখনোই ভালোবাসা মেটাতে পারে না,
প্রেম নামক সম্পর্ককে পবিত্রতা রাখতে শিখুন।

একটা কথা সবসময় মনে রাখবেন,
হারাম সম্পর্ক কখনোই টিকে না, সেখানেই যতই ভালোবাসা থাকুক।
তাই নিজেকে সংযত করতে শিখুন,বিপরীতে থাকা মানুষটিকে সম্মান করতে শিখুন।
প্রেমিকাকে বিয়ের আগে বউ ভাববার কিছু নেই।

মেয়ে মানুষের সম্মান পৃথিবীর সবকিছুর থেকে দামী।

মনে রাখবেন,
আপনাকে সে তার সবচেয়ে বেশি কাছের মানুষ ভাবে বলেই সে আপনার প্রেমিকা।
তাই আপনার দায়িত্ব তার সম্মান রক্ষা করা।

ছুঁয়ে দেখার মানে ভালোবাসা না,
বরং ধৈর্য ধরে হালাল ভাবে জীবন সঙ্গী করে,
একসাথে পথচলার নামই ভালোবাসা।

লেখাঃতিসান তাসরিন।

image