এইতো কিছুদিন আগে সিদ্ধার্থ শুক্লা গত হয়েছিলো৷ গতকাল শুনেছি তার প্রেমিকা শেহনাজ গিল শুটিংয়ে ফিরেছে৷ পুরানো কষ্ট দমিয়ে কাজে ফিরেছে৷ হ্যাঁ! এটাই নিষ্ঠুর বাস্তবতা৷ আমি প্রথমে ভেবেছিলাম শেহনাজ গিল শোকের আবহ থেকে বের হয়ে কখনোই স্বাভাবিক হতে পারবেনা৷ কিন্তু আমার সাদামাটা চিন্তাভাবনাকে পিছনে ঠেলে স্বাভাবিক হয়ে শুটিং সেটে ফিরেছে শেহনাজ৷ আসলে জীবন এমনই! আমি কিংবা আপনি যদি হুট করে হারিয়ে যাই তখন পরিবার আর প্রিয় মানুষগুলির মাতমে আশেপাশের স্বজনগণ ভাববে-হয়তো আর কখনো তারা শোকের চক্রাকার থেকে বের হতে পারবেনা৷ কিন্তু বাস্তবতা একদম উল্টো! সপ্তাহ কিংবা মাসখানেক পর যে যার কর্ম কিংবা ব্যস্ততায় শামিল হয়ে যাবে৷ থুবড়ে পড়া জৌলুশ ফিরে আসবে পুনরায়৷
আজ যে প্রিয়জন ছাড়া আমরা অচল, সে প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত হারিয়ে যাওয়া কিংবা অন্য কোথাও, কারো সঙ্গে জীবন শুরু করা আমাদের নিষিদ্ধ জিনিষে আসক্ত করে তোলে৷ তারপর! একদিন দুদিন, যায়যায় করে সময়ের সাথে আমরা নতুন কাউকে ভীতরঘরে স্থান দিই৷ ভুলে যাই হাজারো স্মৃতি৷ দৈনিক নিয়ম করে কথা বলার সময়গুলি৷ দেখেও তৃপ্ত না হয়ে বারবার দেখতে চাওয়ার বাসনা৷
এইতো জীবন! এটা আমাদের দোষ নয়৷ প্রকৃতিই এভাবে আমাদের ভুলে গিয়ে আবার নতুনভাবে নতুনরুপে জীবন গড়তে শিখিয়েছে৷
সবশেষে কেউ কারো জন্য থেমে থাকে না। জীবন সুন্দর,আপনাকে যথাযথভাবে উপভোগ করতে হবে||
© shamima hamid🌸
