তার সাথে আমি ওয়াটসাপে চ্যাটিং, কলিং করতাম। ওয়াটসাপে চ্যাটিং করার পাশাপাশি ফেসবুকও চালাতাম।

চ্যাটবক্স থেকে বারবার বের হয়ে যায় কেন? রিপ্ল্যে দিতে দু থেকে তিন সেকেন্ড সময় যায় কেন? এ বলে পুরো একদিন ব্রেকাপ ছিল আমাদের৷ সে কথা বলে নি। অবশেষে ভিডিও কলের মাধ্যমে কানে ধরে ক্ষমা চেয়েছিলাম যে, আর এমন হবে না।

তারপর তাহার অভিমান দূর হয়!

আহা! বর্তমানে সে আমার প্রাক্তন! মাঝেমধ্যে খুব মিস করলে টেক্সট করি। তাও আবার মাসে একবার বা দুবার। তাও আবার, "কেমন আছেন? দিনকাল ভাল যাচ্ছে" ব্যস অতটুকুতেই সীমাবদ্ধ।

তবুও কতো লেট করে সিন করে। লেট করে রিপ্ল্যাই দেয়।

যদি এখন টেক্সট করি, তাহলে সে আগামী পরশু কিংবা এর পরেরদিন সিন করবে। তারপর রিপ্লে দেবে এর আরো দুদিন পর।

অথচ অনলাইনে অলওয়েজ ই থাকেই।🙂