আমি একদিন বলেছিলাম আমি জীবনে হয়তো অনেক কিছু পাবো তবুও তোমার অভাব ফুরাবে না।সত্যিই ফুরায়নি!তুমি তো বলেছিলে আমাকে ভুলে গেছো।আমাকে আর চাওনা।আমিতো কত চেষ্টা করেছিলাম তোমার কাছে যাওয়ার। একটা পথও খোলা রাখোনি।হুম আমি অনেক আনন্দে আছি।সেটা সবার কাছে,তোমার কাছে।কিন্তু ভিতরে ভিতরে যে পুড়ে যাচ্ছি সেটা কেউ জানবে না,তুমিও না।হ্যাঁ আমি বেঈমান। আল্লাহ আমাকে সেই শাস্তি দিক আমিও চাই।সবার সাথে হাসিখুশি থাকলেও মানসিক অশান্তি আমাকে কুড়ে খাচ্ছে।তুমিতো জানো আমি রেগে গেলে কি বলি হুশ থাকেনা।এত জানার পরেও বুঝলা না যে রাগের মাথায় বলছি? তুমি আমাকে ক্ষমা করোনি।আমি এই অপরাধবোধ নিয়েই হয়তো শেষ হয়ে যাবো!

Aimer
Commentaire
Partagez
Mohosin Ali
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?