সময়টা ১৯৫৪ সাল। অন্যান্য দিনের মতই সেদিনও ছিল কর্মব্যাস্ত টোকিও বিমানবন্দর, এর মাঝেই দুপুরের দিকে ইউরোপ থেকে একটি বিমান এসে অবতারণ করে টোকিও বিমানবন্দরে। । ওই বিমানের ওঠার লাইনে দাঁড়ান হ্যাট-কোর্ট-প্যান্ট পড়া এক শ্বেতাঙ্গ। কাস্টম অফিসাররা নিয়ম মেনেই পরীক্ষা করেন পাসপোর্ট।

Read more https://www.anuperona.com/taured-japan/

অচেনা দেশ থেকে আসা আগন্তুকের রহস্যময় ঘটনা | Anuprerona
Favicon 
www.anuperona.com

অচেনা দেশ থেকে আসা আগন্তুকের রহস্যময় ঘটনা | Anuprerona

রহস্যময় ঘটনাটি জাপানের একটি বিমান বন্দরের। এই ঘটনাটি ঘটেছিল ১৯৫৪ সালে। জাপানের এয়ারপোর্টে তখন সময় দুপুর প্রায় ১২.৩০। জাপানের টোকিও বিমানবন্দরে, হেনেডা নামক বিমান ল্যান্ড করে।