আমি কোনো বাহানা না করে যদি বলি, তোমার হাতটা ধরার অধিকার আমায় দেবে?
আমি আঙুলের ভাজে আঙুল রেখে, তোমার পাশে থাকবো।
.🥀🖤
তুমি কি তখন কৈফিয়ত চাইবে!
আমি কেন ভালোবাসতে চাই,
কেন আমি তোমার কাছাকাছি থাকতে চাই'!🖤🥀
.
নাকি ভালোবাসার নিয়ম ভঙ্গ করে বলবে,
হাতটা ধরে রাখতে পারবে সারাজীবন!🌸
.
এই যে আমি এত জেদী,বদমেজাজি, কথায় কথায় তোমায় জড়িয়ে ধরে কেঁদে দিবো।
লোক সম্মুখে হাত ধরার বায়না করবো এসব মানতে পারবে!
অভিমান করবে না তো তখন'!🖤🥀
.
তুমি হেসে বললে, সব মানুষ বদলে যায় না। কেউ কেউ চায় তার একজন নিজের মানুষ থাকুক।
আমিও চাই তোমার খোলা চুলগুলো আমার কপালে লাগুক। আমি চাই তোমার চোখের কাজল আমার পাঞ্জাবি ভিজুক।
.🥀
একটু যদি মেনে না নেয়। তবে তোমায় ভালোবেসে চাওয়াটা যে আমার পাপ হবে।
তোমাকে নিজের কাছে রাখতে, আমি না হয়, শান্ত, নরম, সরল প্রমিক হলাম।
ক্ষতি কি বলো!🥀🖤
প্রেমের জন্য ক্রীতদাস হলেও আমার আফসোস হবে না।
বরং ভালোই লাগবে, ভালোবেসে মানুষ কত কি করে।🖤🥀

image