নরসিংদীর হাড়িদোয়া নদীতে ভাসছিল কাফনের কাপড় জড়ানো নারীর লাশ
***********************************************************************
নরসিংদীর হাড়িদোয়া নদীতে ভেসে থাকা কাফনের কাপড় জড়ানো অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। গলিত ওই লাশের পরিস্থিতি এমন, কত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে, তা ধারণাও করতে পারছে না পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন হাড়িদোয়া নদীর তীরে একটি লাশ ভেসে থাকতে দেখেন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয় বণিক ঘটনাস্থলে যান। ঘটনাস্থল নদী হওয়ায় তিনি করিমপুর নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ ফাঁড়ির এসআই রিয়াদ হাসান ঘটনাস্থলে এসে নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন। আঙুলের ছাপ নিয়ে অজ্ঞাতপরিচয় ওই লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ব্যর্থ হন।

বিকেল সোয়া পাঁচটার দিকে উদ্ধার হওয়া ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মর্গেই ওই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই রিয়াদ হাসান। তিনি জানান, পচে-গলে কঙ্কাল হওয়ার অপেক্ষায় থাকা এ নারীর লাশ ঠিক কত দিন আগের, ময়নাতদন্ত শেষে চিকিৎসকদেরই তা নিশ্চিত করতে হবে।

জানতে চাইলে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, ‘লাশ উদ্ধার হওয়া ওই নারীর বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হতে পারে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই জানা যাবে। এটি ভেঙে পড়া কোনো কবর থেকে আসা লাশ কি না, তা-ও আমরা নিশ্চিত হতে পারছি না।’

source : প্রথম আলো।

image