চ্যাটজিপিটি ব্যবহারে হঠাৎ সমস্যা, কেন
***********************************************************************
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করতে হঠাৎ করেই সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। গতকাল মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারীরা প্রায় এক ঘণ্টা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেননি। বিষয়টি স্বীকারও করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির স্ট্যাটাস পেজে বলা হয়েছে, অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করতে পারছেন না। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানে কাজ করছে ওপেনএআই।
ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করার ওয়েবসাইট ডাউনডিটেক্টরও জানিয়েছে যে গতকাল চ্যাটজিপিটিতে প্রবেশ করতে সমস্যা হয়েছিল। তাদের তথ্যমতে, গতকাল বাংলাদেশ সময় আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা।
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে না বলে পোস্টও করেন অনেক ব্যবহারকারী। একজন লেখেন, ‘চ্যাটজিপিটিতে প্রবেশ করা যাচ্ছে না। যদি চ্যাটজিপিটি আর ব্যবহার করা না যায়, তবে আমাদেরই বিভিন্ন লেখা লিখতে হবে।’ আর এক ব্যবহারকারী লেখেন, ‘চ্যাটজিপিটিতে কেন প্রবেশ করা যাচ্ছে না, কেউ কি কিছু জানেন?’
গত জানুয়ারি মাসে হঠাৎ করে বিশ্বজুড়ে কারিগরি ত্রুটির কবলে পড়েছিল চ্যাটজিপিটি। তখন স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেননি অনেকেই। এ ছাড়া গত বছরের নভেম্বরেও সমস্যায় পড়েছিল চ্যাটজিপিটি। সে সময় ওপেনএআই জানিয়েছিল, ‘ডি ডস’ (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলার কারণে কিছু সময়ের জন্য চ্যাটজিপিটির কার্যক্রম বন্ধ ছিল। তবে এবারের সমস্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ওপেনএআই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
source : প্রথম আলো