আমার সুখী জীবন কারণ আমি ৮৩ টাকার মাছ ৯৫ টাকায় বিক্রি করি। প্রতিদিন সকালে মাস্টার সাহেবের পুকুরে আইসা জাল ফেলি। ১০ টা মাছ ধরি।তারপর সেইগুলা নিয়া বাজারে যাই। ৯৫ টাকা কইরা একেকটা মাছ বিক্রি করি। বেশিও না কমও না।
আমার বাড়িতে বেশি জিনিস নাই। আমি আর আমার বউ খুব সুখে থাকি। কোন চিন্তা নাই আমগর। দিন আনি দিন খাই আর ১০ টাকা জমাই।মাছ বেইচা সারাদিন বউরে সময় দেই।একসাথে দুপুরের খাওন খাই, রাইতের খাওন নাই। আমার বউ প্রতি মাসে একটা শাড়ি কিনে আর আমি একটা শার্ট। জীবন আমার এমনেই যায়, অনেক শান্তিতে যায়। আমার কোন অভাব নাই, চিন্তা নাই আছে শুধু সুখ।
©wasifkabir

Suka
Komentar
Membagikan
Md Hafiz al asad
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?