যার কাছে সেজেগুজে পারফেক্ট ভাবে থাকতে হবে সে প্রেমিক আমার দরকার নেই৷
যার কাছে আমার মুখভর্তি ব্রনের দাগ, চোখের তলায় পড়া ডার্ক সার্কেল, কালো ঠোঁট বিশ্রী মনে হবে সে প্রেমিক আমার দরকার নেই।
যার কাছে বায়না ধরা যায়না, বাচ্চামি করা যায়না সে প্রেমিক আমার দরকার নেই।
প্রচন্ড ক্লান্ত শরীর আর বিধ্বস্ত চেহারা নিয়ে যাকে আঁকড়ে ধরে শান্তি খোঁজা যায়না সে প্রেমিক আমার দরকার নেই।
যার কাছে আমাকে ভালোবাসার কোনো কারন খুঁজে পাওয়া যাবেনা, বিনা কারনেই ভালোবেসে যাবে, থেকে যাবে, জড়িয়ে ধরে কষ্ট সরিয়ে দেবে সে প্রেমিক আমার দরকার, সে মানুষটাই আমার দরকার।❤️
©রুমকি🌸

Suka
Komentar
Membagikan
Mohosin Ali
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Md Hafiz al asad
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?