"গাধা এবং বাঘ"

একদিন গাধা বাঘকে বলল— "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল— "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষণের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল— " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল- "হ্যাঁ, ঘাসের রং নীল। "

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল— "বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন। "

সিংহ তখন ঘোষণা করল- "বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল। "

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল— "ঘাসের রং নীল, ঘাসের রং নীল। "

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা কর— "মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল— "ঠিক, ঘাসের রং সবুজ। "

বাঘ জিজ্ঞাসা করল— "তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন? "

সিংহ উত্তর দিল— "তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ। "

গল্পের লেখক অজ্ঞাত।

উপদেশ: মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত না।

This page has been loaded 3865 times.