রিকশার হুট উঠিয়ে গাঁ ঘেষে প্রেমের চাইতেও,
হুট খোলা রিকশায়
আকাশ দেখতে দেখতে প্রেম বেশ জমে।

পার্কে বসে বাদাম খাওয়ার চাইতে,
মাইলের পর মাইল রাস্তা হাঁটতে হাঁটতে খুনশুটি করা প্রেম।
সেও খুব জমে।

রেস্তোরাঁয় দুপুরের ভারী লাঞ্চ করার চাইতে
টং-দোকানের রং চা আর বিস্কুটের প্রেম টাই বেশি জমে।

সারারাত- ভোর ফোনে আলাপনের
চাইতেও
নিয়ম করে দু বেলা খবর নেওয়ার
প্রেম টা বেশি জমে।

ভিডিও কলের আবেগহীন প্রেমের চাইতে
মধ্য দুপুরে,
প্রেমিকাকে চুপটি করে দেখে চলে আসা
প্রেম টা বেশ জমে।

জন্মদিনের তার জন্য হাজার টাকার আয়োজনের চাইতে
তড়িঘড়ি করে,
তার পছন্দের কিছু কাচের চুড়ি বা পছন্দের কিছু বেলিফুল দিয়েও
প্রেম জমে।

ওভার কেয়ারিং না হয়েও
টিউশনি রাস্তা টুকু প্রিয় মানুষটাকে এগিয়ে দিয়ে আসলেও
প্রেম জমে।

আঝোরে নিজে আবদার গুলো নাহ বলে
কিছুক্ষণ চুপটি করে
তার কান্নাগুলো শুনলেও প্রেম জমে।

হাতধরে ঘুরোঘুরির চাইতেও
রাস্তা পারাপারের সময় হাত ধরে পার করিয়ে দেওয়া প্রেম টাই বেশ জমে।

দুজনে একসাথে বৃষ্টি ভেজার চাইতেও
একলা তার প্রিয় গান শুনতে শুনতে বৃষ্টি দেখা
সেই প্রেমই বেশ জমে।

নিতান্তই তোমার সব প্রয়োজন নাহ হয়েও
ভরসা আর বিশ্বাসের জায়গা পেলেই,
প্রেমটা বেশ জমে।

কবিতাঃপ্রেমময়ী
লেখিকাঃতামান্না তাসরিণ তিরু

ছবিতেঃKazi Zakiatul Bushra

image