বগুড়ায় পুজায় নতুন পোশাক না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
দুর্গা পুজায় একমাত্র ছেলেকে নতুন শার্ট প্যান্ট কেনার টাকা দিতে পারেননি দিন মজুর বাবা খগেন চন্দ্র। কলেজ পড়ুয়া ছেলে কনক চন্দ্র (১৮) সেই অভিমানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, ছোট কঞ্চি গ্রামের খগেন চন্দ্র দিন মজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি ছেলে- মেয়ের লেখাপড়ার খরচ জোগান দেন। বড় মেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী। আর ছেলে কনক স্থানীয় হাটকড়ি ডিগ্রী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী। সোমবার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গা পুজায় ছেলে কনককে নতুন শার্ট প্যান্ট কেনার টাকা দিতে পারেন নি আর্থিক সংকটের কারণে। সেই অভিমানে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় একমাত্র ছেলে কনক। বাড়ির লোকজন ঘটনাটি টের পেয়ে দড়ি কেটে নামালেও ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে কনকের। এমনিতেই অভাবের সংসারে পুজার আনন্দ নেই খগেনের পরিবারে। তার মধ্যে সপ্তমী পুজার দিন সকালে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা- মা।
আর সেই সাথে পুরো হিন্দু পাড়ায় দুর্গা পুজার আনন্দ ম্লান হয়ে যায় কনকের মৃত্যুর সংবাদে।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল বারী কনকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সৎকার করা হবে।
তথ্য : https://barta24.com/

Saiful Islam
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?