সামনে যে দেখছেন সেটা ছিলো আমার জন্মস্থান আমার মামার বাড়ি নানির হাতেই আমার জন্ম হয়েছিলো ১৯৯৭ সালে।
আজ শুধু কয়েকটা গাছ দাড়িয়ে আছে অবশিষ্ট কিছু নেই নদীর ভেউয়ে আজ সব বিলিন হয়ে গেছে। নানিও নেই সেই মমতা ময় আদরও নেই। অনেক বছর পর আজ গিয়েছিলাম।
কত পরিচিত মুখ আজ অপরিচিত হয়ে গেছে সময়ের স্রোতে, অনেকে আমাকে চিনতেই পারছেন, বলছে তুমি এত বড় হয়ে গেছো। বিশ্বাস করুন তাদেরও সেই রুপ নেই বয়সের ভাবে তারাও আজ অপরিচিত হয়ে গেছে।
নদীর কলকল পানির শব্দ পেলাম রাতে যখন ঘুমাতাম তখন শুনতাম সেই মধুময় শব্দ। সময়টা কেমন পাল্টে গেছে সবাই কেমন পরিবর্তন হচ্ছে। আজ নানী নেই সেই আদর ভালোবাসাও নেই৷
সাথীরাও আজ অনেক দুরে চলে গেছে। এটাকেই বলে সময়ের পরিবর্তন।

お気に入り
コメント
シェア
Saiful Islam
コメントを削除
このコメントを削除してもよろしいですか?