ঘাসফড়িংরা কখনোই কাছে আসে না, তবে পাশা পাশি থাকে।
কাল থেকে কালান্তরে ওরা জন্ম নেয় পৃথিবীর গর্ভে এঁদো নির্জনতায়।
শতাব্দীর কোল জুড়ে চলে তাদের ভাঙ্গা-গড়ার খেলা; দৈহিক কিংবা মানবিক সব সম্পর্কই আপেক্ষিক, প্রকৃতির রূপ-রস-গন্ধ ছুঁয়ে ওরা বেঁচে থাকে জীবন্মৃত শাপলা শালুকের মত! অস্তিত্বের ছায়া ঢাকা ক্যানভাসে পরিবর্তনের রঙ ঘোলাটে তবুও প্রজননের কালিক রেখায় ঘাসফড়িংয়ের গুচ্ছ গুচ্ছ প্রেম ধূসর।

⏰Time: 06:18 PM
🗓Date: 25-08-2024
⛺Location: Sherpur, Bogura
📸#istudio_photography

image