কবুতরকে প্রায়ই শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। অনেক কবিতায় এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে কবুতর উড়ে যাওয়ার মাধ্যমে শান্তি ও স্বাধীনতা বোঝানো হয়।
কিছু কবিতায় কবুতরকে প্রতীক হিসেবে ব্যবহার করে এক না পাওয়া ভালোবাসার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। কবুতর যেন কথা বহন করে হারিয়ে যাওয়া মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়, যা পাঠকের মনে এক বিষাদের ছোঁয়া দিয়ে যায়।
⏰Time: 09:15 AM
🗓Date: 04-01-2017
⛺Location: Sandwip, Chittagong
📸iStudio Photography
বর্তমানে এলাকার অবস্থা বন্যা কবলিত। কিছু কিছু বাসায় পানি ঢুকে গেছে। রাস্তার পানি হাটুর উপরে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে যেমন হয়। একদম মেইন রোডের পানি এলাকার ভেতর ঢুকে যাচ্ছে। এলাকার সুশীল সমাজ আজকেও বরাবরের মতো নীরব। অবশ্য তাদের আজকে খিচুড়ি খেয়ে ঘুমানোর দিন। অতিরিক্ত বৃষ্টির কারণে যাদের সমস্যা সে আল্লাহ তাদের হেফাজত করুক।