মনোযোগ দিয়ে পড়বেন,দেখবেন আপনার আর কোন রকম বিদ্বেষ ছড়াতে ইচ্ছে করছেনা।
ভদ্র মহিলা পাশের বাসায় যেয়ে লবন চাচ্ছিলেন।
যা তার চাকুরীজিবী ছেলে দেখে ফেললেন।
আম্মুঃ গত কালই তো লবন এনে দিয়ে ছিলাম, প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিলো?
মাঃ প্রিয় ছেলে, এরা প্রতিদিনই কিছু না কিছু চাইতে আসে, চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জা দেখে আমিও লজ্জিত হই।
তাই আমি ভাবলাম এরা যাতে আর লজ্জিত না হয়।
চাওয়াটা যে একটা লজ্জার বিষয় এটা তাদের মন থেকে উঠে যাক। এবং বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া যে কোন লজ্জার বিষয় নয় এটা তারা বুঝুক।
এবং নির্দিধায় তাদের প্রয়োজনীয় জিনিসটা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক।
এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক্ব।
এজন্য তাদের কাছে লবন চাওয়ার ভান করছিলাম।
এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো মা এ দুনিয়াতে তুমি আছো বলেই আল্লাহ পাক আমাদের এতো এতো গুনাহের পরও তার রহমত থেকে বঞ্চিত করছে না ।