সয়াবিন তেল - ৭২৮ টাকা ( ৫ লিটার ) 
সোনালী মুরগি - ৩০০-৩২০ টাকা (কেজি) 
ব্রয়লার মুরগী - ১৬০-১৭০ টাকা কেজি 
গরুর মাংশ - ৬০০ টাকা (কেজি) 
ডিম - ১১০-১১৫ টাকা ( ডজন ) 
কাচকি মাছ - ৪৫০-৫০০ টাকা ( কেজি) 
রুই - ২৮০-৩০০/৩২০ টাকা ( কেজি, মিডিয়াম সাইজ ) 
পেয়াজ- ৬৮-৭০ টাকা কেজি (জায়গায় বেধে আরো বেশী) 
টমেটো -১৫০ টাকা কেজি 
পেঁপে - ৩০ টাকা কেজি 
ঢেরশ - ৬০-৭০ টাকা কেজি 
শিম - ১৩০ টাকা কেজি 
পটল - ৬০ টাকা কেজি 
বেগুন, সবুজ - ৭০ টাকা কেজি 
চিচিঙ্গা - ৬০ টাকা কেজি 
ঝিঙা - ৬৫-৭০ টাকা কেজি 
কাঁচা মরিচ - ২২০ টাকা কেজি 
চালের দাম আরেক দফা বেড়েছে । 
সবাই সুযোগ বুঝে সিন্ডিকেট করে হরিলুট করছে !!😡😡 
বাজেটের ঘাটতি আমাদের দিয়েই ফিল করবে । এজন্যেই দাম আকাশেচুম্বী... এটা একটা সুপ্ত চালাকি ছাড়া আর কিছু না । তাই কেউ দেখেও না দেখার ভান করে থাকবে । আর মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আইক্কাওয়ালা বাঁশ খাবে ।। 
Collected
		
 
						 
											 
			 
			 
			 
			 
			