সুর চুরি করে গান বানাইছে সেটার (জাতীয় সঙ্গীত) পক্ষে আবার এখনকার বুদ্ধিজীবী গুলোর কতো যুক্তি। বলে পরিবর্তন করলে আগের বছর গুলোর স্মৃতি পরিবর্তন করতে। অতিতি যেয়ে কোন কিছু পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ্ কাউকেই দেন নি। নাকট সিনেমায় অতিতে যাওয়ার কাহিনী দেখে বড় হইলে যা হয়। যেহেতু অতিত পরিবর্তন করতে পারবেন না তাই বর্তমান আর ভবিষ্যৎ এর দিকে মনোযোগ দেন। অতিতের ভুল সুদরানোর সুযোগ আছে। আপনি তো অনেক উদাহরণ দিলেন আমি একটা দেই। ৫০ বছর আগেও মানুষ জন যে সব রোগে মারা যেতেন সেগুলোর চিকিৎসা এখন আছে তাই ঐ সব রোগে এখন মানুষ অনেক কম মারা যায়। এখন আপনার যুক্তি মত চললে তো পরিবর্তন মানা যাবে না চিকিৎসা না করিয়ে মরে যেতে হবে কারণ আপনি তো পরিবর্তন মানবেন না। তবে হায়াত মউত এর মালিক একমাএ আল্লাহ্। এখন আল্লাহ্ কে দেখতে পান না বলে মানবেন না এইটা অন্য বিষয়। চুরির পক্ষে যেগুলো সেগুলোও চোর। আপনার ঐ স্মৃতির জন্য সুর চুরি করা গান (জাতীয় সঙ্গীত) থাকুক আমি ঐটার পক্ষে না। যুক্তি আরো আছে কিন্তু দিয়ে লাভ নাই মানবেন না তো। আপনি তো ঐ লোক "বিচার মানি তাল গাছ আমার"। আপার উচ্চতা প্রায় ছয় ফিট তার মানে এই না বাকিদের মাথায় ঘিলু নাই।