ছ’মাস ধরিয়া বিয়ের দিন সাব্যস্ত হয় না৷ তারপর দিন ঠিক হইল তো বাধিল জায়গা লইয়া৷ মোটে তখন দিন পনেরো বাকি, হঠাৎ নীলমাধবের চিঠি আসিল—কাজিডাঙা অবধি যাওয়া কিছুতেই হইতে পারে না, তাঁহারা বড় জোর খুলনায় আসিয়া শুভকর্ম করিয়া যাইতে পারেন৷
বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস চিঠি লইয়া সে-ই আসিয়াছিল৷ ভিড় সরিয়া গেলে আসল কারণটা সে শেষকালে ব্যক্ত করিল৷
https://www.inspireliterature.....com/lal-chul-by-mano
Like
Comment
Share