ছোট্ট একটা স্টেশন, বাসটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। নীল গেছে বোয়ালধরা গ্রামে কীভাবে যাওয়া যায় তার খোঁজখবর করতে। নীল হলো আমার চার বছরের বড় ভাই। আমার কাছে সে শুধু সমবয়সীই না, মাঝে মাঝে ও আমার চেয়ে ছোটও, কারণ আমার চোটপাট শুরু হলে নীল ভাই মুখটা আমসি করে শুধু বলে যাবে, ‘দেখ্ জারা, ভালো হচ্ছে না, বড় ভাইকে সম্মান করে কথা বল!’ আর আমি? ধ্যাৎ, কে কার কথা শোনে! আমার চিৎকার-চেঁচামেচি, অভাব-অভিযোগ শেষ না হওয়া পর্যন্ত কি ওর নিস্তার আছে!

https://www.inspireliterature.....com/assorjo-ghum-by-

আশ্চর্য ঘুম - আলীম আজিজ
Favicon 
www.inspireliterature.com

আশ্চর্য ঘুম - আলীম আজিজ

ছোট্ট একটা স্টেশন, বাসটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। নীল গেছে বোয়ালধরা গ্রামে কীভাবে যাওয়া যায় তার খোঁজখবর করতে। নীল হলো আমার চার বছরের বড় ভাই। আমার