গগন পরশুদিন নাটাগড়ে মাছ ধরতে গিয়েছিল৷ তার অন্য কোনো নেশা নেই৷ বন্ধু-বান্ধব নেই৷ আড্ডা নেই৷ তাস পাশা নেই৷ যা আছে তা হল মাছ ধরার ঝোঁক৷ পুকুর কিংবা বিল দেখলেই তার প্রাণটা নেচে ওঠে৷ যত তাড়াতাড়ি থাক, যত কাজই থাক, সে জলের ধারে থমকে দাঁড়ায়৷ জলের রং দেখলেই সে বুঝতে পারে, সেই পুকুর কিংবা বিলে কি কি মাছ আছে৷ কত বড় মাছ আছে৷ মাছগুলোর স্বভাব কি?
https://www.inspireliterature.....com/gogoner-mach-by-
Like
Comment
Share