এক বেলুন বিক্রেতা বিভিন্ন মেলায় বিভিন্ন রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হলুদ, বেগুনি, সাদা লাল রঙের বেলুন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে ক্রেতা খুঁজে বেড়াত। 
 
কখনও বিক্রি ভাল হত আবার কখনও বিক্রি কমে যেত। 
 
তখন একটি বেলুন হিলিয়াম ভর্তি করে আকাশে ছেড়ে দিত। বাচ্চারা আকাশে উড়ন্ত বেলুন দেখে সেই বিক্রেতার কাছে ছুটে আসত বেলুন কেনার জন্য। এভাবে ভালই দিন কাটছিল তার। 
 
 
 
Read more https://www.anuperona.com/glamor/
		
Me gusta
			
			 Comentario 		
	
					 Compartir				
						 
											 
					 
			 
			 
			 
			 
			