♦️বাসায় রান্না করতে আলসেমি লাগছে,মুঠোফোনে থাকা যেকোন Food Apps-এ অর্ডার দিলেই খাবার চলে আসে।বার্গার,চাইনিজ ফুড,ইন্ডিয়ান ফুড,বিরিয়ানি-কত কি!!! 
 
অর্ডারের লোকটা মোটামুটি সময় মতো খাবার দিয়ে যায়।ক্ষুধা তারও লাগে।কিন্তু সে আরাম করে লাঞ্চ করতে পারে না।সময়,টাকা কোনটাই কুলায় না। 
-ভাই,"চটপটি কত করে?" 
-"৩০ টাকা" 
অনেককক্ষণ নীরব থেকে সে বলে,"হাফ প্লেট দেয়া যাবে?" 
সে দ্রুত কোন রকম লাঞ্চ করেছে হাফ প্লেট চটপটি দিয়ে। 
 
♦️কেননা তীব্র যানজট,রোদ-ঝড়-বৃষ্টি যাই হোক ডেলিভারিতে দেরী করা যাবে না যে তার!!!
		
						Kao
			
			 Komentar 		
	
					 Udio