আজকে ২৪/১০/২০২১খ্রি: বিকেল ৪টা দিকে কক্সবাজার জেলা, টেকনাফ উপজেলা হোয়াইক্যং ১নং ইউনিয়নে কাটাখালী চাকমা পাড়া অরণ্য বৌদ্ধ বিহারে/বিহারে দুবৃত্তরা সাম্প্রদায়িক হামলা চালায়। বিহারের রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। কয়েকজনকে দা, চুরি,লাম্বা ক্রিস দিয়ে কুপায়। তিনজনে অবস্থা খুবইগুরুতর বলে জানা গেছে। গ্রামে সবাই এখন আতংকিত অবস্থায় আছে।
এ জাতীয় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানাই। দোষী ব্যক্তিকে গ্রেফতার ও নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
কপি: Bhikkhu Sunandapriya
·
Like
Comment
Share