মহব্বত দুই দিক থেকেই হতে হবে, স্বামীর দিক থেকে স্ত্রীর জন্য যেমন মহব্বত, স্ত্রীর দিক থেকেও স্বামীর জন্য তেমন মহব্বত হতে হবে। নবী করিম (দঃ) এর বৈবাহিক জীবন যদি আমরা ফলো করি তাহলে আমরা আমাদের ঘরকে জান্নাতের টুকরা বানাতে পারি।
ঘর এতই শান্তির হয় মানুষ ঘরে জান্নাতের স্বাধ আস্বাধন করে। স্বামী স্ত্রীর প্রসংশা করছে, স্ত্রী স্বামীর প্রসংশা করছে আর উভয়ে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটাই একটা ঘরের জন্য সবচেয়ে বড় শান্তির উপায় যে ঘরের বাসিন্দারা সবসময় জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ঘরের প্রতিটি লোক নেক আমলে লেগে থাকবে, জান্নাতের প্রস্তুতি নিতে থাকবে।
Read more https://www.anuperona.com/husband-wife-affection/
お気に入り
コメント
シェア