একবার দিল্লির দরবারে এক পণ্ডিত বাদশাহ আকবরকে বললেন, ‘জাঁহাপনা, আমি বিভিন্ন রাজ্যের পণ্ডিতদের তর্কশাস্ত্রে পরাজিত করে নিরানব্বইটি সোনার পদক লাভ করেছি! এখন আপনার দরবারের পণ্ডিতদের কাছে তিনটি প্রশ্ন করব। যদি কেউ এগুলোর যথার্থ উত্তর দিতে না পারেন, তাহলে মাত্র একটি সোনার পদক দাবি করব।
সেটাই হবে আমার একশতম পদক। আর যদি আপনার সভাসদদের মধ্যে কেউ প্রশ্ন তিনটির উত্তর দিতে পারেন তাহলে আমি আমার নিরানব্বইটি পদকই তাকে দিয়ে দিব।’
Read more https://www.anuperona.com/somrat-akbar-birbal/
お気に入り
コメント
シェア