মদীনা সনদ। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান যার ধারা ছিলো ৪৭ টি। যারা বলে, দেশ যদি মদীনা সনদে চলে তাহলে দেশ আফগানিস্তান কিংবা পাকিস্তান হয়ে যাবে তারা আসলে মদীনা সনদ জীবনে একবারও পড়ে নাই। যদি পড়তো, তাহলে মদীনা সনদে দেশ চালানোর জন্য সংগ্রাম করতো।
মদীনা সনদের কয়েকটি ধারাঃ
♦মদিনা সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকসহ সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে।
♦সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না।
♦সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ জন্য সম্প্রদায়কে দায়ী করা যাবে না।
♦মদিনা নগরী আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাই যুদ্ধ করবে এবং প্রতিটি সম্প্রদায় নিজ নিজ ব্যয়ভার বহন করবে।
♦দুর্বল ও অসহায়কে সর্বত্বকভাবে সাহায্য ও রক্ষা করতে হবে।
♦অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সব ধরনের পাপী ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে।
মদীনা সনদের ধারাগুলো স্বয়ং মহান আল্লাহর শ্রেষ্ট সৃষ্টি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছিলেন এবং তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছিলেন।
আলো থাকতে আমরা অন্ধকারকেই আলো হিসেবে প্রতিষ্ঠা করতেছি। আফসোস!