#অনুপ্রেরণা:
একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে সবার আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিন। আপনার মতো করে তাকে গড়ে তুলুন। দেখবেন, একদিন সে আপনাকে অনুকরন করবে। এরপর অনুসরন। এরপর একদিন অনুকম্পা প্রার্থনা করবে আপনার সংস্কৃতির পুরোটা তার সাথে শেয়ার করার জন্যে। এভাবেই একটি জাতিকে আপনি নিজের অধীনে নিয়ে আসতে পারবেন খুব সহজে। নিজস্ব সংস্কৃতিই একটি জাতির প্রতিনিধিত্ব করে। আর সেই সংস্কৃতির প্রতিনিধি শিল্পীরা।
যে জাতি নিজস্ব সংস্কৃতিকে ভালবেসে জড়িয়ে ধরতে পারে নি, ইতিহাস সাক্ষ্য দেয় তারা পৃথিবী থেকে দ্রুতই বিলুপ্ত হয়ে গেছে। মিশে গেছে অন্য সব সাধারন জাতির মাঝে।।
#সংগৃহীত

Gefällt mir
Kommentar
Teilen
Md Hafiz al asad
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?