আচ্ছা বিয়ের নিয়মটা যদি এমন হতো ❤️
ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।
বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসায় এই থাকবে।
আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।
সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে কিন্তু কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।
দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাঁচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলো মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।
তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি- অথবা ব্যবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসায় তার বউকে নিয়ে আসবে।
এতে করে বাঁচবে সমাজ, হবেনা ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবে না কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বোঝা উচিত ❤️

This page has been loaded 3764 times.