বাতাসে শীতের আগমনী বার্তা যেন বলে দিচ্ছে ত্বকের জন্য দরকার খানিকটা বেশি যত্নের। কারণ ত্বক ক্রমশ টানছে। ধীরে ধীরে শুষ্কতার পরিমাণও বোঝা যাচ্ছে। আর শীত মানেই নানান ধরনের স্কিনের সমস্যার সূত্রপাত। ত্বক এতই শুষ্ক হয়ে যায় যে, এতে লাল ছোপ এবং শীতের প্রভাবে ফেটে যেতে পারে। সে থেকেই কিন্তু ত্বকের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে।
শীতের আগে বা শীতে শুরুতে এমন পরিস্থিতি হলে ত্বকের যত্ন নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আর সেই সুরক্ষাটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে নিতে হবে। শীতে ত্বক সম্পূর্ণভাবে ক্ষতি হওয়ার আগেই ত্বককে হাইড্রেটেড রাখাটা শুরু করতে হবে।
শীতের আগেই রুক্ষ ত্বক, কী করবেন

お気に入り
コメント
シェア
Selim Reza
コメントを削除
このコメントを削除してもよろしいですか?