বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বরখাস্ত
অনলাইন ডেস্ক ॥ অবশেষে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বরখাস্ত হয়েছেন । বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি। ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান।
রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই বার্স। এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা আছে ৯ নম্বরে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।
Suka
Komentar
Membagikan
Sumon Kumar Sarkar
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?