রাত ১০টায় হঠাত্ বড় মামা এসে হাজির। বাসার ছেলেপেলেরা…মানে বড় বোন শিউলি, যে এবার সদ্য ভার্সিটিতে ঢুকেছে। তার ছোটটা সজীব, কলেজে পড়ে। তার পরেরটা রবীন, এসএসসি দেবে। আর ঝুনু, রুনু গার্লস হাইস্কুলের জেএসসির স্টুডেন্ট। সবাই হাউ মাউ খাউ করে মামাকে ঘিরে ধরল!
মামা, গল্প বলতে হবে কিন্তু।
ভূতের গল্প।
না না, হাসির গল্প, ভূত আমার ভয় লাগে। সবচেয়ে ছোটটা বলে।
না, ভূতের।
কী আশ্চর্য, আগে তো তোদের বাসায় ঢুকতে দিবি, নাকি?
Read more https://www.anuperona.com/ghost-night-ahsan-habib/
お気に入り
コメント
シェア