বীর মুক্তিযোদ্ধার সন্তান পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত
আরশীনগর প্রতিবেদক : পিতা-মাতার জৈষ্ঠ সন্তান হয়েও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ভাগ্যবিড়ম্বিত একজন রবিউল ইসলাম। সে দৌলতপুর উপজেলার সিলিৃমপুর (মৌবাড়ী) গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া চিনিকলে চাকুরী করত। এখন সে একজন কৃষক। ২০১৯ সালে ৭ ফেব্রুয়ারী তাঁর পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভুক্তভোগী রবিউলের অভিযোগের তীর তারই দুই আপন ভাইয়ের বিরুদ্ধে। পিতার মৃত্যুর পর রবিউলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন অপর দুই ছোট ভাই সাইফুর জামান(পুলিশ সদস্য),সোহেল রানা,আরেজুল্লাহ(চাচা), চাচাতো ভাই তন্ময় ও নোমেন পরষ্পরের যোগসাজসে এই চক্রান্ত করে তার পৈত্রিক সম্পত্তি দখল করেন। প্রতিবাদ করলে গত ২০ অক্টোবর রবিউলকে পিটিয়ে আহত করে এই চক্র। স্থানীয়রা রবিউল কে উদ্ধার করে দৌলতপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী রবিউল বলেন,কুষ্টিয়ার দৌলতপুর থানার জামাতের আমির আরেজুল্লা(রবিউলের চাচা),শিবিরের ক্যাডার নোমেন, পুলিশ সদস্য সাইফুর জামান বর্তমানে ঢাকা মালিবাগ এসবি তে কর্মরত আছে (রবিউলের ভাই), সোহেল রানা মিলে আমাকে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমি নিরীহ, আমাকে মারপিট করে আহত করেছে কয়েকবার । তাদের ভয়ে এখন আমি আতংকে দিন কাটাচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে জোর দাবি করছি। এ রিপোর্ট লেখা পযর্ন্ত কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অসহায় রবিউলের কপাল ফিরবে কি।
Dhrubo Mitra
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟