কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শান্তি সম্প্রীতি মিছিল
আরশীনগর প্রতিবেদক : উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার বিরুদ্ধে শান্তি-সম্প্রীতি মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখা। আজ সকালে বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে থেকে জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা শ্রমিকলীগের সিনিয়ার সহ-সভাপতি তমিজ উদ্দিন ইউসুফ আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুন্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, তরিকুল হাসান মিন্টু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, সদস্য হাবিবুর রহমান, খোমনী কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন প্রমুখ।
কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ২৯১০ ২০২১ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয় বঙ্গবন্ধুর সুপার মার্কেট থেকে শান্তি এবং সম্প্রীতির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব ইউসুফ আলী সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমজাদ আলী খান সবাই আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সহ সভাপতি জিল্লুর রহমান আব্দুর রশিদ যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান হামিদুল ইসলাম শাহিনুল ইসলাম লেবু সহ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মোহাম্মদ ইলিয়াস হোসেন তরিকুল হাসান মিন্টু প্রচার সম্পাদক আবদুর রশিদ সহ ক্রিয়া সম্পাদক শফিকুল ইসলাম শহর সমাজ কল্যাণ সম্পাদক খোমেনী আহমেদ শহর শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন কার্যনির্বাহী সদস্য জনাব হাবিবুর রহমান কার্যনির্বাহী সদস্য মোতালেব হোসেন অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সুপার মার্কেট শহরের প্রধান সড়ক দিয়ে বঙ্গবন্ধু চরিত্রে পাঁচ রাস্তার মোড়ে যে মিছিল শেষ হয় মিছিলে বক্তারা বলেন যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশের উন্নয়নের লক্ষ্যে তখনই স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড?ে তুলতে হবে বাংলাদেশ অসাম্প্রদায?িক দেশ যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে এটাই জাতির জনক বঙ্গবন্ধুর চেয়ে ছিলেন স্বাধীনতার পরাজিত শক্তি জননেত্র উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টায় দেশের ভিরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এদের বিরুদ্ধে আমাদের দুর্ভাগ্য বাধ্য হবে রাজপথে থেকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই হোক আমাদের শান্তি সম্প্রীতি মিছিলের শপথ।
Selim Reza
Delete Comment
Are you sure that you want to delete this comment ?