স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি উধাও ॥ তদন্ত শুরু করেছে সিআইডি
প্রকাশিতঃ পূর্বের ঘন্টায় প্রিন্ট
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি উধাও ॥ তদন্ত শুরু করেছে সিআইডি
অনলাইন ডেস্ক ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নথি হারানোর পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা তদন্ত শুরু করেছেন। তদন্তে সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হচ্ছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ওযুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন।
এসময় তারা সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। ১৭টি ফাইল হারানোর ঘটনায় শনিবার (৩০ অক্টোবর) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
Tajendra Tripura
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?